জিরাবো উচ্চ বিদ্যালয়

নতুন বিজ্ঞপ্তি

৮ম ও ৯ম শ্রেণির অর্ধ বার্ষিক এবং ১০ম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী ০৭ জুন হতে আরম্ভ হবে। সকল শিক্ষার্থীকে বিদ‌্যালয়ের যাবতীয় পাওনা (যদি বকেয়া থাকে) ৫ জুন তারিখের মধ‌্যে পরিশোধ করে শ্রেণি শিক্ষকের নিকট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হলো। ম‌্যানেজিং কমিটির নির্বাচনের জন‌্য ভোটার লিস্ট তৈরীর লক্ষ‌্যে শিক্ষার্থীদের মাঝে ইতোধ্যেই তথ‌্য ফরম বিতরণ করা হয়েছে । ফরম সঠিকভাবে পূরণ করে আগামী ১৫-১১-২০২১ খ্রি তারিখের মধ‌্যে শ্রেণিশিক্ষকের নিকট জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ‌্যে ফরম জমা দিতে ব‌্যর্থ হলে অথবা ভুল তথ‌্য প্রদান করলে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে না। বিষয়টি খুবই জরুরী। আগামী ০৭/১১/২০২০ খ্রি তারিখ থেকে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির পুনবিন‌্যাসকৃত পাঠ‌্যসূচীর আলোকে মূল‌্যায়ন শুরু হবে। অভিভাবকবৃন্দকে বিদ‌্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হলো। আগামী ৮ ফেব্রুয়ারী রোজ শনিবার মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৩০/০১/২০২০ তারিখ শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকবে।

Speech

Img
MD. ZULHAS UDDIN

(HEAD TEACHER)

শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা মানুষের দেহ, মন ও আত্মার উন্নতি সাধন করে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় বুৎপত্তি অর্জন এবং উৎকর্ষ সাধন ছাড়া কোন জাতির পক্ষেই উন্নতি লাভ করা সম্ভব নয়। আমাদের লক্ষ যুগোপযোগী সিলেবাস তৈরি করে ছাত্র-ছাত্রীদের সৎ, যোগ্য, চরিত্রবান, উদ্দোমী, সাহসী, দেশপ্রেমিক ও সু-নাগরিক হিসাবে গড়ে তোলা। সর্বোপরি ‘‘অঞ্জনা মডেল হাই স্কুল কবিরপুর ’’ এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের মানচিত্রে একটি সর্বশ্রেষ্ঠ ও আদর্শ স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করা। আর এর জন্য কামণা করছি প্রতিষ্ঠানটির প্রতি এলাকার সর্বোস্তরের জনগণের ভালবাসা ও আন্তরিক সহযোগিতা।

Img
MD. ZULHAS UDDIN
অঞ্জনা মডেল হাই স্কুল, কবিরপুর